স্পোর্টস ডেস্ক:সাউথ এশিয়ান বেসবল এন্ড সফটবল ফেডারেশনের (ডাব্লিউবিএসসি) সাধারণ কাউন্সিলের দ্বিতীয় মিটিংয়ে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। থাইল্যান্ডের ব্যাংককে দি গ্রান্ড ফোর ফোরউইংস হোটেলে অনুষ্ঠিত মিটিংয়ে সাধারণ কাউন্সিল ২০২৬ থেকে ২০২৯ মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করে। সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন পাকিস্তানের সৈয়দ ফকর আলী শাহ। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের ডা. অনুপম হোসেন এবং সাধারণ সম্পাদক নেপালের দিপক নুপেন। ডা. অনুপম হোসেন বাংলাদেশ বেসবল ও সফটবল এসোসিয়েশনেরও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সেই সাথে স্বনামধন্য একজন পাবলিক...