ঢাকা: ছোট পর্দা থেকে বলিউডের বড় পর্দায় পা রাখা অভিনেত্রী আহনা কুমরা আবারো আলোচনায়। নাসিরুদ্দিন শাহের সঙ্গে 'সোনা স্পা' ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর 'লিপস্টিক আন্ডার মাই বুরখা' এবং 'সালাম ভেঙ্কি'-র মতো ছবিতেও দেখা গিয়েছে তাকে। কাজের পাশাপাশি নানা সময়ে বিভিন্ন বিতর্কিত ঘটনায় তার নাম উঠে এসেছে শিরোনামে।আলোচনায় আসার অন্যতম প্রধান কারণ ছিল 'মিটু' আন্দোলন চলাকালীন পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ। অভিনেত্রী সালোনি চোপড়ার অভিযোগের সূত্র ধরেই আহনাও মুখ খোলেন।এক সাক্ষাৎকারে আহনা জানান, একটি ছবিতে কাজের বিষয়ে কথা বলার জন্য সাজিদ খান তাকে নিজের বাড়িতে ডেকেছিলেন। সেইদিনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘সাজিদ আমায় স্পর্শ করেননি।কিন্তু অদ্ভুত ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন। আমি ভয় না পেয়ে বরং তাকে ঘাবড়ে দেওয়ার জন্য বলেছিলাম যে, আমার...