- ত্বকে ফুসকুড়ি বা দাগ- গরম ল্যাপটপ কোলে রেখে ব্যবহারে ত্বকে লালচে দাগ বা ফুসকুড়ি হতে পারে। একে Toasted Skin Syndrome বলা হয়।- পায়ের চামড়া পুড়ে যেতে পারে- অতিরিক্ত তাপ থেকে চামড়ায় জ্বালা বা সাময়িক পোড়াভাবও দেখা দিতে পারে।- মেরুদণ্ড, ঘাড় ও পিঠে ব্যথা- সোফায় বা বিছানায় কাত হয়ে ল্যাপটপ ব্যবহার করলে শারীরিক ভঙ্গি খারাপ হয়, ফলে ঘাড় ও কোমরের ব্যথা দেখা দেয়।- পুরুষদের ক্ষেত্রে প্রজননক্ষমতা হ্রাসের ঝুঁকি (গবেষণায় দেখা গেছে, দীর্ঘসময় কোলে গরম ল্যাপটপ রাখলে স্পার্ম কাউন্টে প্রভাব পড়তে পারে।)কীভাবে নিরাপদ থাকবেন- ল্যাপটপ সবসময় টেবিলে ব্যবহার করুন- সম্ভব হলে একটি ছোট ল্যাপটপ ডেস্ক বা কুলিং টেবিল ব্যবহার করুন।- তাপরোধী কুশন ব্যবহার করুন- কোলে রাখলে নিচে একটি কুশন বা তাপনিরোধক প্যাড রাখুন।- কুলিং প্যাড ব্যবহার করুন- অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণে কুলিং...