সংগীত ইতিহাসের এক যুগান্তকারী অধ্যায় যেন শেষের পথে। চলতি বছরের শেষ দিনে বন্ধ হয়ে যাচ্ছে এমটিভি-এর পাঁচটি মিউজিক চ্যানেল। এরমধ্যে রয়েছে এমটিভি মিউজিক, এমটিভি এইটিজ, এমটিভি নাইনটিজ, ক্লাব এমটিভি এবং এমটিভি লাইভ। কেবল মূল চ্যানেলটি টিকে থাকবে, যা বর্তমানে প্রধানত রিয়েলিটি শো সম্প্রচার করে। ১৯৮১ সালে এই গ্লোবাল মিউজিক টিভির আত্মপ্রকাশের মধ্য দিয়ে সংগীতের প্রচারে আসে বৈপ্লবিক পরিবর্তন। ২৪ ঘণ্টা মিউজিক ভিডিও সম্প্রচারের মাধ্যমে এমটিভি বদলে দেয় শিল্পী–বিপণনের ধরন, আর জন্ম দেয় এক নতুন তারকা-সংস্কৃতির—যেখানে মাইকেল জ্যাকসন ও ম্যাডোনার মতো শিল্পীরা তাদের মিউজিক ভিডিওর মাধ্যমেই গড়ে তোলেন নিজেদের অবিস্মরণীয় অবস্থান। স্বাধীন শিল্পী হান্না ডায়মন্ড বললেন, ‘গত কয়েক বছর ধরে এমটিভি কেবলই এক নস্টালজিক স্মৃতি হয়ে আছে। অনেক আগেই এটি সংগীত জগতের আলোচনার বাইরে চলে গেছে। তাই বন্ধ হয়ে যাচ্ছে শুনে...