ঢাকা: ৫০টিরও বেশি ধরনের ক্যানসার শনাক্তে একটি রক্ত পরীক্ষা দ্রুত ও সহজ রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উত্তর আমেরিকার একটি গবেষণায় জানা গেছে, এই পরীক্ষাটি এমন ক্যানসারগুলো শনাক্ত করতে সক্ষম যা এখন পর্যন্ত যথেষ্ট উপায় ছিল না।গবেষণায় দেখা গেছে, অর্ধেকের বেশি ক্যানসার প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছে, যা চিকিৎসার জন্য সহজ এবং সফলতার সম্ভাবনা বেশি থাকে।আমেরিকার ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান গ্রেইল এই পরীক্ষাটি পরিচালনা করেছে, যাকে ‘গ্যালারি টেস্ট’ বলা হয়।এই পরীক্ষার মাধ্যমে রোগীর রক্তে থাকা ক্যানসার আক্রান্ত ডিএনএ-এর নিদর্শন শনাক্ত করা যায়, যা টিউমার থেকে রক্তে মুক্ত হয়ে থাকে।এর ফলে দ্রুত এবং নির্ভুলভাবে বিভিন্ন ধরনের ক্যানসার নির্ণয়ে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) বর্তমানে পরীক্ষামূলকভাবে এই টেস্ট চালাচ্ছে। ট্রায়ালে যুক্তরাষ্ট্র ও কানাডার ২৫ হাজার প্রাপ্তবয়স্ক মানুষকে এক বছর ধরে পর্যবেক্ষণ...