ডায়রিয়া না থাকলেও যারা ঘনঘন খান :ওরস্যালাইন মূলত পানিশূন্যতা মোকাবিলার জন্য, বিশেষ করে ডায়রিয়া হলে। কিন্তু ডায়রিয়া বা সঠিক কারণ ছাড়া নিয়মিত খেলে শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে।খেলাধুলা বা গরমে ক্লান্ত হলে যারা ওরস্যালাইন খান :অনেকেই গরমে বা খেলাধুলার সময় শরীরের শক্তি ফেরাতে ওআরএস খান। অথচ এ সময় সাধারণ পানি বা ফলের শরবতই যথেষ্ট। ওরস্যালাইন খেলে উল্টো পেট খারাপ বা ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা হতে পারে।বয়স্ক ও দুর্বল রোগীরা :বয়স বাড়ার সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গ দুর্বল হয়। এ সময় অতিরিক্ত লবণ বা গ্লুকোজ শরীর নিতে না পারলে ক্ষতি হতে পারে। বিশেষ করে যাদের হজম বা কিডনি সমস্যা রয়েছে।যারা নিজেরাই চিকিৎসা এড়িয়ে শুধু ওরস্যালাইন খেয়ে থাকেন :অনেকেই ডায়রিয়া বা অসুস্থ বোধ করলেই শুধু ওরস্যালাইন খেয়ে মনে করেন, এটাই যথেষ্ট। অথচ ভেতরে...