প্রিয় এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা, তোমাদের জীবনের অনেক বড় একটি অধ্যায় শেষ হলো। বন্যা, আন্দোলন, স্কুলের মধ্যে বিমান আছড়ে পড়াসহ আকস্মিক ও অবিশ্বাস্য নানা ঘটনা পেরিয়ে তোমরা পরীক্ষায় বসেছ; এটাই বড় সাহসিকতার ব্যাপার। এত দিনের পরিশ্রম ও অধ্যবসায়ের ফল তোমরা পেয়েছ। যারা ভালো ফল করেছ, তাদের অভিনন্দন! সামনের লড়াইটা কিন্তু আরও অনেক বড়। সেখানে ভালো না করতে পারলে আজকের কথা কেউ মনে রাখবে না। যারা ভালো ফল পাওনি, তাদের জন্যও একই কথা। যদি সামনের দিনগুলোতে ভালো করতে পারো, হোক তা পড়ালেখা বা অন্য কোনো ক্ষেত্র, তোমার আজকের দিনের খারাপ রেজাল্টও কিন্তু কেউ মনে রাখবে না। তাই মাথা ঠান্ডা রেখে আগামী দিনের প্রস্তুতি চালিয়ে যাও। অল্পের জন্য যাদের এ প্লাস হাতছাড়া হয়েছে, মনে রেখো, নম্বর একটু কম হলেও ভর্তি পরীক্ষায় সেটি পুষিয়ে...