নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক বাছাইয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে ‘জাতীয় লীগ’-এর নিবন্ধন অনুমোদন নানা মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। মাত্র ১৭২ পৃষ্ঠার নথি জমা দিয়েই নিবন্ধন প্রক্রিয়ায় উত্তীর্ণ হওয়া দলটি নিয়ে ‘অর্থনৈতিক লেনদেন’-এর অভিযোগ উঠেছে, যা পুরো প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করেছে। যেখানে আম জনগণ পার্টি ৫১ হাজার পৃষ্ঠা এবং অন্যান্য দল হাজার হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও নিবন্ধনের জন্য লড়ছে, সেখানে জাতীয় লীগের এই ‘অলৌকিক’ উত্তরণ ইসির স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ইসির তথ্যানুসারে, দীর্ঘ যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে নতুন রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের প্রাথমিক বাছাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় লীগ নামে দুটি দল উত্তীর্ণ হয়েছে। এছাড়া আরও তিনটি দলকে অধিকতর যাচাই-বাছাই এবং নয়টি দলকে পুনঃতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এনসিপিকে নিয়ে...