তারপরের গল্পটা একেবারেই অকল্পনীয়। ক্যারিয়ারের মধ্য গগনে সোশ্যাল মিডিয়ায় রগরগে একটি যৌনতার ভিডিও ছড়িয়ে পড়ায় হঠাৎ স্তিমিত হয়ে যান এই ‘অগ্নিকন্যা’। এতে জাজ মাল্টিমিডিয়া থেকেও ছিটকে পড়েন মাহিয়া মাহি। স্ক্যান্ডালের পর শত চেষ্টা করেও সিনেমায় নিয়মিত হতে না পারায় হঠাৎ বিয়ে করে সংসারী হয়ে ওঠেন তিনি। মাঝেমধ্যে শোবিজে কাজও করেন টুকটাক। এরপর বিচ্ছেদ শেষে নতুন বিয়ে করে ব্যবসা শুরু করেন। সন্তান হওয়ার পর রাজনীতিতে নামেন তিনি। গত জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও বিপুল ভোটে পরাজিত হন। রাজনীতিতে হেরে পুরোপুরি অভিনয়কে গুডবাই জানিয়েছিলেন মাহি। এরই মধ্যে দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদ, অডিও কল রেকর্ড ফাঁস, মামলায় জড়ানো, গ্রেপ্তার অনেক কিছুই ঘটে তার জীবনে।দীর্ঘ নীরবতা ভেঙে হঠাৎ আবার খবরের শিরোনামে মাহিয়া মাহি। এই নায়িকা এখন বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই ঘোষণা দিলেন আবার...