ঢালিউডে তাঁর অধ্যায় যেন অনেক আগেই শেষ পাতা ছুঁয়েছে। পর্দার ঝলক ছেড়ে রাজনীতি আর রেস্তোরাঁর ধোঁয়া–গন্ধেই দিন কাটাচ্ছিলেন মাহিয়া মাহি। এর মাঝেই রাজনীতিক অস্থিরতায় কয়েক মাস ধরে অবস্থান যুক্তরাষ্ট্রে। কিন্তু নায়িকা যে চুপচাপ নেই—তা বুঝিয়ে দিলেন হঠাৎ করেই। একদিকে বিশাল পরিকল্পনায় নতুন সিনেমার ঘোষণা, অন্যদিকে দেড় বছর পর হঠাৎ বললেন—‘ডিভোর্স হয়নি!’ চিত্রনায়িকা মাহিয়া মাহি দেড় বছর আগে নিজেই জানিয়েছিলেন স্বামী রাকিব সরকার–এর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের কথা। সেই ঘোষণার পর থেকে দু’জনকে আর কখনো একসঙ্গে দেখা যায়নি। এদিকে কয়েক মাস ধরে মাহি রয়েছেন যুক্তরাষ্ট্রে, আর রাকিবের অবস্থান নিয়ে কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। হঠাৎ করেই নিজের ফেসবুক প্রোফাইল ও পেজে স্বামী ও সন্তানের সঙ্গে দুটি স্থিরচিত্র পোস্ট করেন মাহি। ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে লিখেছিলেন, ‘মাশাআল্লাহ।’ এই ছবির পর আবারও আলোচনায় উঠে আসে...