মানবজীবনের পরম সত্য ও পরিণতির সন্ধানে মানুষ যুগে যুগে প্রশ্ন করেছে আমি কে, কোথা থেকে এসেছি, আমার গন্তব্য কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে মানুষ কখনো দর্শনের দ্বারে, কখনো বিজ্ঞানের আলোয় প্রবেশ করেছে। কিন্তু ইতিহাস সাক্ষী, মানবতার প্রকৃত দিকনির্দেশনা এসেছে আল্লাহ প্রেরিত নবী ও রাসূলদের মাধ্যমে। এই বিশ্বাসই ইসলামী জীবনের মৌলভিত্তি, যাকে বলা হয়, নবী ও রাসূলগণের প্রতি ঈমান। ইসলামের ছয়টি ঈমানের অংশের একটি হলো নবী ও রাসূলগণের প্রতি বিশ্বাস। অর্থাৎ, মানুষকে পথ দেখানোর জন্য আল্লাহ যাঁদের প্রেরণ করেছেন, তাঁদের প্রত্যেকের ওপর ঈমান আনতে হবে। কুরআনুল কারিমে বলা হয়েছে, আমি প্রেরণ করেছি প্রত্যেক জাতির কাছে একজন বার্তাবাহক, যাতে সে বলে, ‘আল্লাহর ইবাদত কর এবং তাগুত থেকে দূরে থাক। (সূরা আন–নাহল, আয়াত: ৩৬) এ আয়াত প্রমাণ করে, আল্লাহ কখনো মানবজাতিকে দিকনির্দেশনা ছাড়া...