১৯ অক্টোবর ২০২৫, ১১:১৯ এএম | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ১১:১৯ এএম বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা ধরে রাখা মিস্টার বিন আবারও ফিরছেন নতুন এক কমেডি সিরিজ নিয়ে। ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের ভক্তদের জন্য সুখবর- নেটফ্লিক্সে আসছে তার জনপ্রিয় সিরিজ ‘ম্যান ভার্সেস বি’র সিক্যুয়েল ‘ম্যান ভার্সেস বেবি’। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘ম্যান ভার্সেস বি’ সিরিজে দর্শক দেখেছেন, কীভাবে একটি মৌমাছিকে সামাল দিতে গিয়ে বিলাসবহুল এক প্রাসাদ ধ্বংসের মুখে পড়ে যায় ট্রেভর বিংলি, অর্থাৎ আমাদের প্রিয় মিস্টার বিন। তিন বছর পর সেই চরিত্র আবারও হাজির এক নতুন বিপদের মুখে- এইবার প্রতিপক্ষ দুটি দুষ্টু শিশু! ৪ টি পর্বের এই নতুন সিরিজে দেখা যাবে, হাউস কেয়ারটেকারের কাজ ছেড়ে এবার একটি স্কুলের কেয়ারটেকারের চাকরি নিয়েছেন বিংলি। ক্রিসমাস ছুটির আনন্দে মেতে থাকলেও, শেষ কর্মদিবসে হঠাৎ দুটি নাম-পরিচয়হীন...