দিন গুনছেন পরিণীতি চোপড়া। নতুন এক জীবনের দোরগোড়ায় দাঁড়িয়ে অভিনেত্রী। শিগগিরই মা হতে চলেছেন তিনি। রাজনৈতিক স্বামী রাঘব চাড্ডার সঙ্গে তাদের জীবনে আসছে প্রথম সন্তান। আগস্টে সুখবর প্রকাশ্যে আনার পর থেকেই বলিউডের আলোচনার কেন্দ্রে পরিণীতি। তবে এবার গুঞ্জন রয়েছে, সন্তান জন্মের পর কি অভিনয় জগৎকে বিদায় জানিয়ে পুরোপুরি মুম্বাই ছাড়তে চলেছেন এই তারকা?ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, পরিণীতি বড় পর্দার মানুষ, তাই তার কর্মভূমি মুম্বাই। অন্যদিকে তার স্বামী রাঘব চাড্ডা রাজনীতিবিদ। দিল্লিতে তার কর্মজগৎ। যদিও অভিনেত্রীর স্বামীর পৈতৃক বাড়িও দিল্লিতেই। বিয়ের পর থেকেই মুম্বাই-দিল্লি আসা যাওয়া করছিলেন তিনি। অন্তঃসত্ত্বা অবস্থাতেও মুম্বাইয়ে থেকেছেন বেশিরভাগ সময়। কিন্তু এ বার আর অভিনেত্রীকে একা রাখতে চাইছেন না বাড়ির লোক। সন্তান ভূমিষ্ঠ হতে পারে খুব শীঘ্রই, তাই দিল্লি উড়ে গেলেন পরিণীতি। সেখানেই জন্ম নেবে তার সন্তান।২০২৩...