চোখে লাল ভাব, ঝাপসা দেখা, হালকা ব্যথা বা পানি পড়া—এমন সমস্যাগুলো আমরা সাধারণত খুব একটা গুরুত্ব দিই না। চোখে ধুলা লেগেছে, ঘুম কম হয়েছে, বা অ্যালার্জি—এভাবেই অনেক সময় এড়িয়ে যাই। কিন্তু জানেন কি, এসব সাধারণ মনে হওয়া লক্ষণও হতে পারে শরীরের ভেতরের বড় কোনো অসুস্থতার ইশারা?আরও পড়ুন :পড়াশোনায় সাফল্য থাকবে সকালের যে ৫ অভ্যাসেআরও পড়ুন :বুঝে নিন মানসিক অবসাদ ও ডায়াবেটিসের সম্পর্কবিশেষজ্ঞদের মতে, কিছু ক্যানসারের প্রাথমিক লক্ষণ চোখেও দেখা দিতে পারে। সময় থাকতেই বুঝে নেওয়া গেলে ক্যানসারের মতো মারাত্মক রোগ প্রতিরোধে অনেকটাই এগিয়ে থাকা যায়।ঝামেলা ছাড়াই সহজ উপায়ে কাপড়ের দাগ দূর করবেন যেভাবেযে ৫টি চোখের সমস্যাকে অবহেলা করবেন না:চোখ লাল হয়ে যাওয়া :বারবার চোখ লাল হওয়া শুধু ক্লান্তি নয়, হতে পারে শরীরের ভেতরে থাকা ম্যালিগন্যান্ট টিউমারের লক্ষণ।চোখে ব্যথা বা চাপ...