গ্যালারির দরজা খুলে আমরা ঢুকে পড়ি ভিন্ন ধারার এক গ্রন্থাগারে। যেখানে পাঠক, বলা ভালো দর্শকের জন্য আলাদা আলাদা করে খুলে সাজিয়ে রাখা হয়েছে সারি সারি বই। বইগুলো কি পড়ার জন্য, নাকি দেখার জন্য, নাকি ছুঁয়ে দেখার জন্য?! ছুঁয়ে দেখা মানে স্পর্শ করা নয়, শিল্পীর সাথে ভাবের আদান-প্রদান। এই প্রদর্শনীর বইয়ের ভাষা শুধু শব্দের গঠনে তাৎপর্যপূর্ণই নয়, বরং অনেক বেশি দৃশ্যগত। যা নীরবে বলে যায় যাপিত জীবন, রাজনৈতিক প্রেক্ষাপট, সীমানার প্রহসন, ভাষার সীমাবদ্ধতা, সঞ্চিত অভিজ্ঞতা বা ফিসফিস করে বেজে ওঠা স্মৃতির তরঙ্গ। কিউরেটর মাহমুদা সীদ্দিকা বলেন, ‘পুস্তকালয়’ শিল্পগ্রন্থের জগতে একটি নতুন দৃষ্টিভঙ্গির সম্মিলিত প্রয়াস। দীর্ঘ যাত্রার এই কর্মশালা শুরু হয় ২০২২ সালে বৃত্ততে। একটি বই নির্মাণ কর্মশালার মাধ্যমে এই প্রকল্পের সূচনা হয়। ক্রমে এই গ্রন্থগুলো সময়, স্থান ও অভিজ্ঞতার সীমানা পেরিয়ে...