বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল তার অভিনয় দিয়ে সবসময় আলোচনায় থাকেন। অভিনয়ের বাইরে নিয়মিত মডেলিংয়েও সক্রিয় থেকেছেন এ অভিনেত্রী। তবে দিনে দিনে বাড়ছেও তার স্টারডম। চলতি বছর সিনেমা নিয়ে খানিক ব্যস্ত সময় কেটেছে সুনেরাহর। ঈদে মুক্তি পাওয়া 'দাগি' ও 'উৎসব' সিনেমা থেকে আলোচনায় আসা; বিশেষ করে তানিম নূরের ‘উৎসব’ সিনেমায় অভিনয় করে নিজেকে জানান দিয়েছেন অভিনেত্রী। সেই সিনেমায় স্বল্প সময়ের উপস্থিতিতেই নজর কাড়েন তিনি। তবে অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমেও বেশ সরব থাকেন সুনেরাহ। প্রতিদিনের দিনযাপন থেকে শুরু করে দেশ-বিদেশে ঘোরাঘুরি—সব কিছু সামাজিকমাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন। তবে এবার ভক্ত–অনুসারীদের মাঝে শেয়ার করে নিলেন সুইমিংপুলের লাইফস্টাইল। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। আর তা নিয়েই নেটিজেনদের মাঝে ঝড় ওঠে। সুইমিংপুলে খোলামেলা...