বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও তাঁর স্বামী ‘আম আদমি পার্টি’র সাংসদ রাঘব চড্ডা দিন গুনছেন তাঁদের প্রথম সন্তানের আগমনের। আগস্ট মাসেই পরিণীতি নিজের মা হওয়ার সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এখন আর কয়েকদিনের অপেক্ষা—যেকোনো সময় ভূমিষ্ঠ হতে পারে দম্পতির প্রথম সন্তান। বিয়ের পর থেকে পরিণীতিকে খুব বেশি সিনেমায় দেখা যায়নি। শেষ দু’বছর তিনি পর্দার আড়ালেই ছিলেন। বর্তমানে অন্তঃসত্ত্বা পরিণীতি কিছুদিন মুম্বাইয়ে কাটালেও শেষ পর্যায়ে সন্তান জন্মের জন্য দিল্লিতে গেছেন। সেখানে রাঘবের পরিবার থাকেন। পারিবারিক সূত্রে জানা গেছে, এবার সেখানেই জন্ম নেবে তাঁদের সন্তান। পরিণীতি মূলত মুম্বাইভিত্তিক অভিনেত্রী হলেও তাঁর স্বামী রাঘব চড্ডার রাজনৈতিক কর্মক্ষেত্র দিল্লি। বিয়ের পর থেকেই পরিণীতি মুম্বাই ও দিল্লির মধ্যে আসা-যাওয়া করছিলেন। তবে সন্তান জন্মের আগে তাঁকে একা রাখতে চাননি পরিবারের সদস্যরা। আরো পড়ুন :বাস্তবেও প্রেম করছেন...