বলিউডে যখন গ্ল্যামার, নাচগান আর মাংসপেশির প্রদর্শনীতে নায়কদের জনপ্রিয়তা মাপা হতো, তখনই এক মানুষ এসে দেখিয়ে দিলেন নায়কত্ব কেবল শরীরের নয়, মনের শক্তিতেও হয়। তিনি সানি দেওল। সংলাপে আগুন, চোখে দৃঢ়তা আর অভিনয়ে এক অনন্য বাস্তবতা-এই তিনেই তিনি জয় করেছেন দর্শকের মন। পর্দায় তার উপস্থিতি যেন এক প্রতিজ্ঞার প্রতিধ্বনি-ন্যায়ের পক্ষে, আবেগের পক্ষে, মানুষের পক্ষে। তাই বলিউডের চকচকে দুনিয়ায়ও সানি দেওল আলাদা হয়ে থাকেন এক সরল অথচ দৃঢ় বার্তার কারণে-নায়ক হতে গেলে শুধু শক্তি নয়, চাই সত্যের প্রতি অটল বিশ্বাস। বলিউডের অ্যাকশন জগতের এক অনন্য নাম সানি দেওল। আজ তার জন্মদিন। চার দশকেরও বেশি সময় ধরে তিনি দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক স্মরণীয় সিনেমা, সংলাপ আর চরিত্র। তার শক্তিশালী উপস্থিতি, গভীর চোখ আর দৃঢ় কণ্ঠ বলিউডের পর্দায় এক সময় যেন...