ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত চিত্রনায়িকা পরীমনি। বাংলাদেশের তারকাদের মধ্যে ফেসবুকে সবথেকে বেশি অনুসারীও তার। নামই শুধু নয়, এমনিতেও নিজেকে সব সময় পরী ভাবেন এই নায়িকা। সম্প্রতি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি বলেন, নিজেকে সব সময় পরী মনে করি। কারণ আমি সব সময় উড়তে থাকি। আমার দুটো বাচ্চাই আমার ডানা। আমার সমস্ত খুশি ওরা। আর ওদেরও মা-ভক্ত হওয়া ছাড়া কোনো উপায় নেই।...