দেশের পোলট্রি খাত নতুন এক চ্যালেঞ্জের মুখে পড়েছে। প্রথমবারের মতো বাংলাদেশে শনাক্ত হয়েছে ‘চিকেন অ্যানিমিয়া ভাইরাস’ (Chicken Anemia Virus) এর Genotype IIIb প্রজাতি, যা দেশের পোলট্রি শিল্পে উদ্বেগ সৃষ্টি করেছে।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. গোলজার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গবেষণাটি পরিচালনা করেছেন স্নাতকোত্তর শিক্ষার্থী মারজানা আকতার। গবেষণার ফলাফল সম্প্রতি যুক্তরাষ্ট্রের Microbiology Spectrum জার্নালে প্রকাশিত হয়েছে।ড. গোলজার হোসেন বলেন, নিয়মিত টিকাদানের কারণে বিগত বছরগুলোতে দেশে ভাইরাসটির বড় কোনো প্রাদুর্ভাব দেখা যায়নি। কিন্তু ২০২৩ সালে নরসিংদীর একটি ব্রয়লার খামারে হঠাৎ প্রাদুর্ভাব দেখা দিলে এবং পরে দেশের অন্যান্য অঞ্চলের খবর আসায় গবেষকরা গভীর বিশ্লেষণ শুরু করেন।গবেষণায় দেখা গেছে, আক্রান্ত মুরগির মধ্যে রক্তশূন্যতা, ফ্যাকাশে ঝুঁটি এবং নীলচে ডানা দেখা যায়। ময়নাতদন্তে থাইমাস, প্লীহা, বার্সা, যকৃৎ ও অস্থি মজ্জায়...