বন্ধু চল রোদ্দুরে, মন কেমন মাঠজুড়ে, খেলব আজ ওই ঘাসে, তোর টিমে তোর পাশে—বন্ধু মানেই নেই কোনো বাধা, নেই কোনো ভয়। তবে সময়ের সঙ্গে আমরা অনেক বন্ধুকে হারিয়ে ফেলি। জীবনের সেই শূন্যস্থান পূরণ করে নেয় নতুন কিছু মুখ বা নতুন বন্ধু।বন্ধুত্ব মানবজীবনের ধারাবাহিক প্রক্রিয়া। সময়ের প্রবাহে জীবনের বিভিন্ন ধাপে পুরোনো বন্ধুরা দূরে চলে যেতে পারে, আবার তালিকায় ক্রমাগত যুক্ত হয় নতুন বন্ধুরা। কেউ পারেন পুরোনো বন্ধুত্ব অটুট রাখতে, আবার কেউ ছড়িয়ে পড়েন দূর-দূরান্তে। কিন্তু নতুন বন্ধু পাওয়ার আনন্দের সঙ্গে পুরোনো বন্ধুত্বের মায়াও থেকে যায়, কখনো ম্লান হয় না।তবে আজ কেনো বন্ধুদের নিয়ে ফের আলোচনা। কারণ আজ রোববার (১৯ অক্টোবর) নতুন বন্ধু দিবস। দিনটি প্রথমবারের মতো ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে পালিত হয় এবং এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০০৬ সালে। মূলত হলিডে...