১৯৮২ সালের ‘সত্তে পে সত্তা’ ছবির একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে একজন ছোট শিব রাজকুমারকে অমিতাভ বচ্চনের পাশে দেখা যাচ্ছে। সেই ছোট ছেলেটি যে একদিন কন্নড় সিনেমার শীর্ষ অভিনেতা হয়ে উঠবেন, তা কল্পনাও করা কঠিন ছিল। আজ শিব রাজকুমার কেবল একজন অভিনেতা নন, তিনি কন্নড় সিনেমার এক প্রতিষ্ঠান। শুরুর দিনগুলোশিব রাজকুমার কিংবদন্তি অভিনেতা রাজকুমারের ছেলে। ১৯৮৬ সালে ‘আনন্দ’ ছবিতে অভিনয় দিয়ে অভিষেক হয়। সেই ছবি মুহূর্তেই হিট হয়ে যায়। পরবর্তী সময়ে তিনি এক শর বেশি ছবিতে অভিনয় করেছেন, যার মধ্যে রয়েছে অ্যাকশন, ড্রামা ও নানা ধরনের সিনেমা। পর্দার উপস্থিতি ও উত্তরাধিকারতারকাখ্যাতি থাকা সত্ত্বেও শিব রাজকুমার তাঁর বিনয়ী স্বভাবের জন্য পরিচিত। তিনি কখনো প্রচারমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত হননি; বরং পুরো মনোনিবেশ করেছেন তাঁর অভিনয়ে। রাজনীতি থেকেও দূরে থেকেছেন। ২০২৩ সালে...