নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বহু পরিবারে সম্পত্তি নিয়ে বিরোধের মূল কারণ হলো—বাবা বা মা জীবিত অবস্থায় একটি সন্তানকে বাড়তি অংশ দিয়ে যাওয়া কিংবা সব কিছুই এক সন্তানের নামে করে দেওয়া। প্রশ্ন হলো, এটা কি আইনসম্মত? আর বাকি সন্তানদের করণীয় কী? ১. যদি পিতা মৃত্যুর আগে ওসিয়ত করেন (Muslim Law অনুযায়ী): ইসলামী উত্তরাধিকার আইনে একজন মুসলিম মৃত্যুর আগে সর্বোচ্চ ১/৩ অংশ সম্পত্তির ওসিয়ত করতে পারেন। ১/৩–এর বেশি ওসিয়তের জন্য অন্য ওয়ারিশদের সম্মতি প্রয়োজন। না হলে সেটি অবৈধ হিসেবে গণ্য হতে পারে। যদি কেউ বঞ্চিত হন, তারা আদালতে ওসিয়ত বাতিলের আবেদন করতে পারেন। ২. যদি শুধু সাদা কাগজে বা অরেজিস্টার্ড দলিলে সম্পত্তি দেন: সাদা কাগজ, নোটারী, স্ট্যাম্প পেপারে লেখা কোনো লিখিত দলিল আইনি মালিকানা তৈরি করে না। এই ধরনের দলিলকে বাকি ওয়ারিশরা খুব...