ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হয়ে গেল ‘লালন উৎসব ও লালন মেলা’। জাতীয় পর্যায়ে ‘প্রথমবারের মতো’ শনিবার সন্ধ্যায় এ উৎসব আয়োজন করার কথা জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলেছে, ‘নতুন বাংলাদেশের সাংস্কৃতিক অভিযাত্রায়’ বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ঢাকা ও কুষ্টিয়ায় একসঙ্গে এ উৎসব আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়ায় লালন ধামে তিনদিনের উৎসব শুরু হয়েছে শুক্রবার, যা শেষ হবে রোববার। আর ঢাকায় শনিবার অনুষ্ঠিত হয় একদিনের আয়োজন; যাতে সন্ধ্যায় প্রদর্শিত হয় ভিডিওচিত্র। পরে শুরু হয় লালন সংগীতানুষ্ঠান। শুরুতেই ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’, ‘আল্লাহ বলো মনরে পাখি’ এবং ‘যদি তরিতে বাসনা থাকে’ গানগুলো পরিবেশন করেন এ্যানি বৈরাগী ও সুখলাল রায়। শিল্পী সূচনা শেলী পরিবেশন করেন ‘কি সন্ধানে যাই...