ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) আয়োজনে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থনীতি-ব্যবসা-প্রযুক্তি বিষয়ক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইকোনমিকস, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট—আইসিইবিটিএম ২০২৫’। ঢাকার ওয়েস্টিন হোটেলে আগামী ১৪ ও ১৫ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, এ বছরের সম্মেলনের প্রতিপাদ্য 'সাসটেইনেবিলিটি ফোকাসড ইন্ড্রাস্ট্রি ট্রেন্ডস ইন গ্লোবাল রিসার্চ'। আইইউবির স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রোপ্রনারশিপের (এসবিই) উদ্যোগে অনুষ্ঠেয় এ আয়োজনে অংশ নেবেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের অর্থনীতি, ব্যবসা ও প্রযুক্তি খাতের গবেষক, শিক্ষাবিদ ও শিল্পনেতারা। তাদের মধ্যে আছেন—যুক্তরাজ্যের অধ্যাপক জোনাথন লিউ, মালয়েশিযার অধ্যাপক রাজাহ রাসিয়াহ ও মানিয়াম কালিয়ানান (মালয়েশিয়া), ব্র্যাকের চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান, পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের আহমাদ আহসান। শিল্পখাতের আলোচনায় অংশ নেবেন যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িংয়ের ডেরেক ওয়েস্টফল, যুক্তরাজ্যের বেন বেভফেপফে,...