ডিজিটাল অন্তর্ভুক্তির মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের লক্ষ্যে স্মার্ট ছড়ি বিতরণ করেছে রবি আজিয়াটা পিএলসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানীতে রবির কর্পোরেট অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্মার্ট ছড়ি বিতরণ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশ্ব সাদাছড়ি দিবস উদযাপনের অংশ হিসেবে নেওয়া এ উদ্যোগের উদ্দেশ্য হল দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা, চলাচল এবং স্বনির্ভরতা বাড়াতে উদ্ভাবনী সহায়ক প্রযুক্তি পৌঁছে দেওয়া।” রবি আজিয়াটা পিএলসির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম, ডাইরেক্টর, পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি শরীফ শাহ্ জামাল রাজ এবং দৃষ্টি টেকনোলজিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রিদওয়ান হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, দৃষ্টি টেকনোলজিসের উদ্ভাবিত ‘আভাস স্মার্ট কেইন’-এ রয়েছে সোনারনির্ভর প্রতিবন্ধকতা শনাক্তকরণ প্রযুক্তি, হ্যাপটিক ফিডব্যাক এবং শ্রবণযোগ্য সতর্ক সংকেত, যা ব্যবহারকারীদের নিরাপদ...