তিনি আরও বলেন, যারা বিজয়ী হয়েছেন, তারা যেন তাদের ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করেন। আমরা যারা পরাজিত হয়েছি, তাদের কাজ হবে সেই বাস্তবায়ন তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা। রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের সবার, তাই এক সঙ্গে কাজ করলেই এটি আরও সুন্দর হবে।আবীর এ সময় নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, ভাই জাহিদ নির্বাচনের আগে বলেছিলেন— যেই জিতি না কেন, আমরা সবাই এক সঙ্গে কাজ করব। আমরা চাই তিনি সেই কথাটা রাখুন। কারণ আমরা সবাই চাই রাজশাহী বিশ্ববিদ্যালয় হোক সম্প্রীতির ক্যাম্পাস।স্বতন্ত্র এজিএস পদপ্রার্থী শাহ পরাণ মঞ্চে এসে হাসিমুখে বলেন, অনেকে বলেছে, আমরা নাকি হেরে গিয়ে কাঁদছি। সেই কান্নার সুরটা সবাইকে শুনিয়ে দিতেই আমাদের এ আয়োজন। তবে এই কান্না আনন্দের, একতার। আমরা সবাই এক সঙ্গে আছি, হারলেও মন হারাইনি।তিনি আরও বলেন,...