সৌদি আরবের ঝলমলে মঞ্চে একসঙ্গে দেখা গেল শাহরুখ, সালমান ও আমিরকে। দীর্ঘদিন পর একই ফ্রেমে তিন সুপারস্টার, আর সেখানে উজ্জ্বল মুহূর্ত তৈরি হয় যখন সালমান খান প্রকাশ্যে প্রশংসা করলেন শাহরুখপুত্র আরিয়ান খানের পরিচালনা দক্ষতার। বলিউডের রাজপুত্রদের এই মিলনমেলা যেন হয়ে উঠল তারকা-আবেগ আর বন্ধুত্বের এক অনন্য সাক্ষী।ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, সে অনুষ্ঠানে সালমান বলেন, ‘আরিয়ান নতুন একটি ওয়েব সিরিজ বানিয়েছে; এটা ওর প্রথম পরিচালনা। দারুণ কাজ করেছে ও। যদিও আরিয়ান ক্যামেরার পেছনে থাকতে চায়, আমি চাই ও সামনেও আসুক। আমার বিশ্বাস, যদি আরিয়ান তার বাবাকে ছাপিয়ে যায়, শাহরুখই সবচেয়ে বেশি খুশি হবে।’উত্তরে শাহরুখ খান রসিকতা করে বলেন,‘যদি সালমানের ছেলে থাকত, আমিও চাইতাম সে সবচেয়ে বড় তারকা হোক। তবে সত্যি বলতে, এই প্রজন্ম ভিডিও এবং প্রযুক্তি সম্পর্কে অনেক সচেতন, যা আরিয়ানের...