তবে চিন্তার কিছু নেই! কয়েকটা সহজ উপায় জানলে ঘরেই দাগ দূর করা সম্ভব, তাও খুব বেশি ঝামেলা ছাড়াই। আজ আপনাদের জানাবো নানা ধরনের দাগ তোলার কার্যকর কিছু ঘরোয়া টিপস—যেগুলো খুব সহজেই ব্যবহার করতে পারেন।আরও পড়ুন :ফ্রিজে রাখা খাবার থেকে কি ইউরিন ইনফেকশন হয়, যা জানালেন চিকিৎসকআরও পড়ুন :হৃদরোগের ঝুঁকি বুঝতে সাহায্য করে এই টেস্টবুঝে নিন মানসিক অবসাদ ও ডায়াবেটিসের সম্পর্করক্তের দাগতাজা দাগ:ঠান্ডা পানিতে কাপড় ভিজিয়ে তারপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।পুরনো দাগ:দাগের ওপর লবণ ছড়িয়ে ঘষে ফেলুন। এরপর সাবান বা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।আরও পুরনো হলে:হাইড্রোজেন পার-অক্সাইড (৩%) ব্যবহার করে তারপর কুসুম গরম পানিতে ধুয়ে নিন।চা বা কফির দাগ- ঠান্ডা পানিতে ভিজিয়ে কিছুক্ষণ রেখে তারপর লিকুইড ডিটারজেন্ট দিয়ে ঘষুন।- পুরোনো দাগের জন্য অক্সিজেন ব্লিচ বা সোডিয়াম হাইপোক্লোরাইট ব্লিচ ব্যবহার করুন।মেকআপ বা...