শুরুতেই তিনি বলেন, ‘ধন্যবাদ, সিজেএফবি কালচারাল জার্নালিস্টস ফোরামকে। আমাকে এ পুরস্কারের জন্য তারা যোগ্য মনে করেছেন, আর পুরস্কার পেতে কার না ভালো লাগে। এ ছাড়া একটি ভালো কাজের পেছনে আর্টিস্টদের যে পরিশ্রম থাকে, তা এমন স্বীকৃতির মাধ্যমেই সার্থক হয়।’এ সময় সাবিলা ওয়েব সিরিজটির সঙ্গে যুক্ত নির্মাতা শিহাব শাহীন, অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বসহ পুরো কাস্ট ও ক্রুকে কৃতজ্ঞতা জানান।এরপর নিজের বর্তমান ব্যস্ততা ও বড় পর্দার কাজ নিয়ে জানতে চাইলে সাবিলা নূর বলেন, ‘‘আমার প্রথম সিনেমা ‘তাণ্ডব’ দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়। এরপর থেকে নতুন কাজের প্রতি আমি আরও বেশি সচেতন হয়েছি। তাই কোনো কিছু আগাম বলতে চাই না। সময় হলেই দর্শক সব জানতে পারবেন।’’এরপর শাকিব খানের সঙ্গে আবারও জুটি বাঁধার ইচ্ছা আছে কি না—জানতে চাইলে তিনি আরও বলেন, ‘অবশ্যই, তিনি আমাদের...