বাংলাদেশ বিমানের বহরে যুক্ত থাকা মিশর থেকে ড্রাই লিজে আনা দুইটি বোয়িংয়ের একটি ফেরত দেওয়া হয়েছে। অন্যটি আগামী মাসে (নভেম্বরে) ফেরত দেওয়া হবে। তার আগে সেটির মেরামত চলছে হাঙ্গেরিতে। মেরামত শেষ হলেই ফেরত দেওয়া হবে। এতে করে বিমানের বহরে থাকা ২১টি উড়োজাহাজের সংখ্যা কমে ১৯টিতে দাঁড়িয়েছে। লিজে থাকা এই দুইটি উড়োজাহাজ কেনার কথা থাকলেও সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বলেন, ‘লিজের উড়োজাহাজ দুটি কেনার সিদ্ধান্ত নেওয়া হলেও এখন আর কিনছে না বিমান। লিজে থাকা দুটি বিমানের একটি আমরা ইতোমধ্যে ফেরত দিয়েছি। অন্যটিও মেরামত শেষ হলেই চলে যাবে।’ বিমান সূত্রে জানা গেছে, ৫ বছরের জন্য মিশর থেকে দুটি উড়োজাহাজ ড্রাই লিজে ভাড়া নেওয়া হয়েছিল। চুক্তি অনুযায়ী, লিজে নেওয়ার সময়...