নিচে এমন পাঁচটি কার্যকর পানীয়ের কথা তুলে ধরা হলো, যা শরীরের বাড়তি চর্বি কমাতে বৈজ্ঞানিকভাবে সহায়ক বলে পরিচিত। ১. লেবু-মধুর গরম পানিওজন কমানোর জন্য সবচেয়ে জনপ্রিয় পানীয়গুলোর মধ্যে লেবু পানি অন্যতম। লেবুর প্রাকৃতিক উপাদান শরীর থেকে টক্সিন দূর করে, যা বিপাকক্রিয়াকে সক্রিয় করে তোলে এবং চর্বি পোড়াতে সাহায্য করে। যারা লেবুর টক স্বাদ সহ্য করতে পারেন না, তারা সামান্য মধু মিশিয়ে পান করতে পারেন। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে শোয়ার আগে আধা চা চামচ মধু ও এক চা চামচ লেবুর রস এক কাপ গরম পানিতে মিশিয়ে পান করলে তা ওজন কমাতে কার্যকর ভূমিকা রাখে। ২. জিরা পানিজিরা শুধু রান্নায় নয়, ওজন নিয়ন্ত্রণেও দারুণ সহায়ক। এতে থাকা থাইমোকুইনন নামের সক্রিয় উপাদান মেদ কমাতে কার্যকর ভূমিকা রাখে। এক কাপ ফুটন্ত পানিতে...