মেলানোমা, অগ্ন্যাশয়ের ক্যান্সার এবং ট্রিপল-নেগেটিভ স্তন ক্যান্সারের মতো মারাত্মক রোগ প্রতিরোধে এক নতুন ভ্যাকসিন আশাব্যঞ্জক ফল দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস অ্যামহার্স্টের গবেষকরা সম্প্রতি এই নতুন সাফল্যের কথা জানিয়েছেন। গবেষণায় দেখা গেছে, এই ভ্যাকসিন ৮৮ শতাংশ পর্যন্ত আগ্রাসী ক্যান্সার প্রতিরোধে সক্ষম।ভ্যাকসিনটিতে ব্যবহৃত হয়েছে ক্ষুদ্র লিপিড ন্যানোপার্টিকল, যার মধ্যে রয়েছে দুটি শক্তিশালী ইমিউন-বুস্টিং অণু। এগুলো শরীরের প্রতিরোধব্যবস্থার দুইটি দিককেই (innate ও adaptive immunity) সক্রিয় করে — একদিকে দ্রুত ও সাধারণ প্রতিক্রিয়া, অন্যদিকে লক্ষ্যভিত্তিক দীর্ঘমেয়াদি সুরক্ষা তৈরি করে। ইঁদুরের ওপর পরীক্ষায় চমকপ্রদ ফলাফলগবেষকরা তিন ডোজের একটি নির্দিষ্ট সময়সূচি অনুসারে ভ্যাকসিনটি ইঁদুরের ত্বকের নিচে প্রয়োগ করেন। এতে তারা ব্যবহার করেন টিউমার-নির্দিষ্ট পেপটাইড কিংবা পুরো টিউমার প্রোটিনের মিশ্রণ।ফলাফল ছিল অবিশ্বাস্য — যারা পূর্ণ ভ্যাকসিন পেয়েছিল, তারা পুরোপুরি টিউমার প্রতিরোধ করেছে, আর যারা ভ্যাকসিন পায়নি...