লবঙ্গ পানি এমন একটি প্রাকৃতিক পানীয়, যা অনেক সময় অবহেলিত থেকে যায়। কিন্তু একবার এটি অভ্যাসে পরিণত হলে সাধারণ পানি বা প্রচলিত চায়ে ফেরত যাওয়া কঠিন হয়ে পড়ে। সহজে তৈরি করা যায়, খরচ খুবই কম এবং স্বাস্থ্যগত উপকারিতাও চোখে পড়ার মতো। এর স্বাদ উষ্ণ ও সান্ত্বনাদায়ক, সামান্য ঝাঁঝালো হলেও কখনোই বিরক্তিকর নয়। আর নিয়মিত পান করলে শরীরে বাড়তি কোনো পরিশ্রম ছাড়াই পাওয়া যায় উপকার। যারা জানতে চান কীভাবে সহজ উপায়ে দৈনন্দিন জীবনে লবঙ্গ পানি যুক্ত করা যায়, তাদের জন্য সুখবর হলো এটির জন্য বিশেষ কোনো উপকরণ বা ঝামেলার প্রয়োজন নেই। কয়েকটি লবঙ্গ, কিছু পানি আর সামান্য সময় হলেই যথেষ্ট। নিচে রয়েছে প্রতিদিনের জীবনে লবঙ্গ পানি ব্যবহার করার পাঁচটি কার্যকর উপায়। সবচেয়ে সহজ উপায় হলো আগে থেকেই লবঙ্গ পানি তৈরি করে...