শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে অচেতন অবস্থায় ইকরাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইকরার মামা তসলিম উদ্দিন জানান, আমার ভাগ্নি এবার মালিবাগে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল। পরীক্ষার ফল স্বরূপ না হওয়ায় ও মায়ের বকাঝকায় অভিমান করে নিজ বাথরুমের শাওয়ারের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি দেয়। পরে আমরা দেখতে পেয়ে, উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তসলিম উদ্দিন আরও...