ভিডিও গেম এক বিনোদনের মাধ্যম থেকে আজ বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হয়েছে। ভিডিও গেমের আছে নিজস্ব অর্থনৈতিক প্রভাব, সংস্কৃতি এবং ইতিহাস। এ নিয়ে লিখেছেন অনিন্দ্য নাহার হাবীব এক সময় খেলা মানেই ছিল মাঠের ধুলো মেখে ক্রিকেট বা ফুটবলের উন্মাদনা, অথবা দল বেঁধে লুকোচুরি। সেই দৃশ্য আজ অনেকটাই পাল্টে গেছে। এখন খেলা মানে হাতে কন্ট্রোলার, চোখ মনিটরে, আর কানে হেডফোন। চিরাচরিত বিনোদনের মাধ্যমকে ছাড়িয়ে ভিডিও গেম এখন এক বিলিয়ন ডলারের শিল্প, যা শুধু বিনোদন নয়, তৈরি করেছে নতুন সমাজ, নতুন প্রযুক্তি এবং নতুন সংস্কৃতি। ভিডিও গেমের এই দুনিয়া কীভাবে জন্ম নিল, সময়ের সঙ্গে এর বিবর্তন কেমন ছিল, কোন কোন গেম প্রজন্মকে বদলে দিল, এবং কীভাবে এটি সমাজ ও জনপ্রিয় সংস্কৃতিকে প্রভাবিত করল এই লেখায় সেই সব অজানা পথের হদিস দেওয়া হবে।...