চিত্রাঙ্গদা সিংকে আগে ভাবগম্ভীর চরিত্রেই দেখা যেত বেশি, তবে সম্প্রতি হালকা মেজাজের বাণিজ্যিক ছবিতেও ধরা দিচ্ছেন তিনি। অক্ষয় কুমারের ‘হাউসফুল ৫’ ছবিতে হাজির হয়ে দর্শককে চমকে দিয়েছিলেন। এবার তাঁকে দেখা যাবে সালমান খানের ‘ব্যাটেল অব গেলওয়ান’ ছবিতে। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে চিত্রাঙ্গদা জানিয়েছেন, এবার তিনি মূলধারার বাণিজ্যিক সিনেমার পথে এগোচ্ছেন। আর এই পথচলায় তাঁকে অনুপ্রেরণা দিয়েছেন স্বয়ং সালমান খান। আবেগের প্রকল্পভারত-চীন সীমান্ত সংঘাতের পটভূমিতে নির্মিত হচ্ছে অপূর্ব লাখিয়ার ব্যাটেল অব গেলওয়ান। সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি এ ছবির অংশ হতে পেরে দারুণ উচ্ছ্বসিত চিত্রাঙ্গদা। প্রথমবার সালমান খানের সঙ্গে পর্দা ভাগ করছেন। অভিনেত্রীর ভাষায়, ‘এই ছবি আমার জন্য খুব বিশেষ। আমার বাবা অবসরপ্রাপ্ত আর্মি কর্নেল। সেনা-আবহে আমার বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই দেশপ্রেম, সাহসিকতা আর আত্মত্যাগের গল্প শুনে বড় হয়েছি। তাই এমন...