অনুষ্ঠানে আলোচকরা মত দেন, সালাউদ্দীন আলীর নেতৃত্ব দেখিয়েছে যে ব্যবসা ও মানবিকতা পাশাপাশি এগোলে দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও সামাজিক স্বাস্থ্যব্যবস্থায় টেকসই পরিবর্তন সম্ভব। গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটির এ আন্তর্জাতিক সম্মাননার মাধ্যমে বাংলাদেশের হসপিটালিটি ও স্বাস্থ্যসেবা শিল্প বৈশ্বিক মঞ্চে নতুনভাবে চিহ্নিত হলো।এ সময় উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা, শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার চামিন্দা ভাস, ভারতীয় হলিউড অভিনেতা আলী, ড. এমার জিত সিং, মি. জাকির হোসেন, আজোরা শর্মা এবং পাকিস্তান হাইকমিশন বাংলাদেশ কালচারাল উইংয়ের সদস্য মাসুম বিল্লাল ফারদিন। এ সময়...