জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি বছর দেড়েক আগে ঘোষণা দিয়েছিলেন, তিনি স্বামী ও সাবেক ছাত্রলীগ নেতা রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেছেন। এরপর থেকে মাহিকে একা দেখা গেলেও সম্প্রতি রাকিবের সঙ্গে তার নতুন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। ছবিটি প্রকাশের পর প্রশ্ন ওঠে, তাদের আসলেই কি বিচ্ছেদ হয়েছে, নাকি দুজন আবার একসঙ্গে? তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।’ বর্তমানে মাহি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অন্যদিকে রাকিব সরকারের অবস্থান অজানা। অনেকেই জানতে চেয়েছেন, দুজন একসঙ্গে ফ্রেমে এলেন কীভাবে? এ বিষয়ে মাহি ব্যাখ্যা দেন, ‘ছবিটি আমরা ভারতে তুলেছিলাম। তখন প্রকাশ করা হয়নি। এখন উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে আমাদের ডিভোর্স হয়েছে, তাই ভুল বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট...