সামনে এগুতে পথ চলতে চলতে দেশীয় নানা প্রজাতের ফুলের গন্ধে আপনার মনকে করবে মাতোয়ারা। মনের অজানতে তখন গেয়ে উঠবেন কবি হেলাল হাফিজের রজনী গন্ধা ফুলকে কেন্দ্র করে লিখা বলছিলাম ফেনীর এক মাত্র দৃষ্টি নন্দন প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সৌন্দর্যমন্ডিত বিনোদন স্পট অনন্য সুন্দর ফেনী বন বিভাগের আওতাধীন পর্যটন কেন্দ্র কাজির বাগ ইকো-পার্ক এর কথা। ফেনী শহর তলী থেকে একটু দুরে ফেনী-পরশুরাম রাস্তার পাশেই দৃষ্টি নন্দন বিশাল সবুজের সমারোহ। চোখ যত দূর যায় যেন সবুজ আর সবুজ। প্রকৃতি যেন সবকিছু ঢেলে দিয়েছে ছোট্র এ স্থান জুড়ে। সবুজ প্রকৃতির সাথে মিতালি গড়ে তুলতে কার না মন চায়। আমাদের কর্ম ব্যস্ত জীবনে মানাসিক প্রশান্তি মিলবে এখানে এলে। জীব-বৈচিত্র সংরক্ষণ ও বন্য প্রাণীর অভয়ারণ্য এবং পযর্টকের বিনোদনের জন্য বন বিভাগের প্রচেষটায় গড়ে ওঠা পার্কটিতে রয়েছে...