আমাদের শরীরের অন্যতম পরিশ্রমী অঙ্গ হলো কিডনি। প্রতিদিন প্রায় ১৫০ লিটার রক্ত ছেঁকে তা থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়, শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। কিন্তু কিডনি সাধারণত নীরব থাকে, যতক্ষণ না এর কার্যক্ষমতায় সমস্যা দেখা দেয়। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পানিশূন্যতা, অতিরিক্ত লবণ খাওয়া এবং অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ধীরে ধীরে এই সংবেদনশীল অঙ্গগুলোর ওপর চাপ সৃষ্টি করে। প্রাথমিক পর্যায়ে কিডনি বিকল হওয়ার বড় কোনো উপসর্গ দেখা না দিলেও শরীর কয়েকটি সতর্কবার্তা দেয়, যেগুলো উপেক্ষা করা বিপজ্জনক হতে পারে। নিচের যেকোনো লক্ষণ স্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কিডনি ঠিকমতো কাজ না করলে রক্তে বর্জ্য ও বিষাক্ত পদার্থ জমা হতে থাকে। ফলে পরিষ্কার রক্ত শরীরের অঙ্গপ্রত্যঙ্গে ঠিকভাবে পৌঁছায় না এবং অক্সিজেন সরবরাহ ব্যাহত হয়। এর ফলে সারাক্ষণ ক্লান্তি,...