শয়তান নানা কৌশলে মানুষের ওপর প্রভাব বিস্তার করে। তবে একটু সচেতন হলে শয়তানের প্রভাব থেকে বেঁচে থাকা সম্ভব। এই বিষয়ে বিস্তারিত বিবরণী উল্লেখ করা হলো। সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ : হজরত আবু মাসউদ (রা.) বলেন, নবী কারিম (সা.) বলেছেন, কেউ যদি রাতে সুরা বাকারার শেষ দুটি আয়াত পাঠ করে, সেটা তার জন্য (বিপদ-আপদ ও শয়তানের অনিষ্ট থেকে) যথেষ্ট। (সহিহ বুখারি) পানাহারের সময় আল্লাহর নাম নেওয়া : নবীজি (সা.) বলেছেন, ‘যখন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশ করে এবং খাবার গ্রহণের সময় আল্লাহর নাম স্মরণ করে, তখন শয়তান হতাশ হয়ে (তার সঙ্গীদের) বলে, তোমাদের (এখানে) রাত যাপনও নেই, খাওয়াও নেই। আর যখন সে প্রবেশ করে এবং প্রবেশকালে আল্লাহর নাম স্মরণ না করে, তখন শয়তান বলে, তোমরা থাকার স্থান পেয়ে গেলে।...