ইভেন্টে আরও ঘোষণা দেওয়া হয় যে, খুব শিগগিরই বাংলাদেশে আসছে সাউন্ডকোর আর৬০আই — অ্যাঙ্কারের পরবর্তী প্রজন্মের নয়েজ-ক্যান্সেলিং ইয়ারবাড। মডেলটি এবারের শেষ নাগাদ অফিসিয়ালি উন্মোচন করা হবে, যা সাউন্ডকোরের প্রিমিয়াম অডিও লাইনআপকে আরও বিস্তৃত করবে। এ আয়োজনের মাধ্যমে অ্যাঙ্কার বাংলাদেশের স্মার্ট টেকনোলজি ইকোসিস্টেমকে আরও শক্তিশালী...