বিশেষজ্ঞদের মতে, শিশুর মানসিক বিকাশ, মনোযোগ ধরে রাখার ক্ষমতা ও সৃজনশীলতা বাড়াতে বই পড়ার অভ্যাস অপরিহার্য। গল্পের বই শুধু বিনোদনের মাধ্যম নয়; এগুলো শিশুদের কল্পনার জগৎ গড়ে তোলে, নৈতিক শিক্ষা দেয় ও ভাষা দক্ষতাও বাড়ায়। তাই ছোটবেলায় বইয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা অত্যন্ত জরুরি। বই পড়া কেন দরকার?গল্পের বই শিশুদের পরিচয় করায় নতুন জগৎ, নতুন ভাবনা ও নানা ধরনের চরিত্রের সঙ্গে। রূপকথা হোক বা অভিযান সব গল্পই শেখায় সহানুভূতি, দায়িত্ববোধ ও মানবিকতা। ফোন বা টিভি যেখানে চোখের সামনে তৈরি ছবি দেখায়, বই সেখানে শিশুদের কল্পনার পর্দায় নিজে নিজেই ছবি আঁকতে শেখায়। এর ফলেই মনোযোগ বৃদ্ধি পায়, ভাষা দক্ষতা বাড়ে ও কল্পনাশক্তি হয় প্রখর। শিশুদের বই পড়ার আগ্রহ তৈরি করতে বাবা-মায়ের ভূমিকাই প্রধান। অভিভাবকেরা যদি নিজেরা বই পড়েন, সন্তানের মধ্যেও সেই...