গবেষণার মাধ্যমে টেকসই বাংলাদেশের ভিত্তি তৈরি হয় বলে মন্তব্য করেছেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রিবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি কর্তৃক আয়োজিত প্রথম জাতীয় ইয়ুথ রিসার্চ সামিট-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।শনিবার (১৮ অক্টোবর) বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী অনুষ্ঠিত এই সামিটে সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৫০০ প্রতিযোগী অংশ নেয়।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো. শহীদুল ইসলাম বলেন, গবেষণার মাধ্যমেই টেকসই বাংলাদেশের ভিত্তি তৈরি হয়। গবেষণা কেবল জ্ঞানের পরিধিই বাড়ায় না; বরং সমাজের গভীর সমস্যাগুলো চিহ্নিত করে এবং সেসব সমস্যার কার্যকর ও স্থায়ী সমাধান বের করে। আমরা বিশ্বাস করি, তরুণরাই একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের রূপকার। গবেষণা ও জ্ঞান আদান-প্রদানের মাধ্যমে তরুণরাই সমাজ ও দেশের পরিবর্তনের পথিকৃৎ হয়ে উঠতে...