বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় শিক্ষা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।তিনি বলেন, উন্মুক্ত মানে নকল নয়, বরং মানসম্পন্ন শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। এছাড়াও বিশ্ববিদ্যালয় এখন বিএ, এমএ ছাড়াও কৃষি, মৎস্য, পোলট্রি, আইটি ও বিভিন্ন কারিগরি বিষয়ে সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স চালু করেছে, যাতে শিক্ষার্থীরা শুধু চাকরির জন্য নয়, উদ্যোক্তা হিসেবেও গড়ে উঠতে পারেন।শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় খুলনার পাইকগাছা উপজেলায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) একটি উপ-আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানটি খুলনা জেলার পাইকগাছা উপজেলায় অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সেমিনার হলে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল...