ওটিটির পর্দায় এসেছে নানারকম গল্প ও ঘরানার নতুন বেশ কিছু কনটেন্ট। যেখানে রয়েছে মুক্তিযুদ্ধের বেদনাময় স্মৃতি, সম্পর্কের টানাপোড়েন, খুনের রহস্য আর ভৌতিক আতঙ্ক। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন, চরকি, বঙ্গ ও হইচইয়ে দেখা যাচ্ছে এসব সিনেমা ও সিরিজ। চলতি সপ্তাহের ওটিটির খোঁজ তুলে ধরেছে গ্লিটজ। একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোতে দুই নারীর জীবনে ঘটে যাওয়া ভয়াবহতা ঘিরে তৈরি হওয়া সিনেমা ‘নকশী কাঁথার জমিন’ দেখা যাচ্ছে আইস্ক্রিনে। আকরাম খান পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, সেঁওতি, ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতিসহ অনেকে। এই সিনেমাটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে দুই বোন রাহেলা ও সালেহার গল্প। যুদ্ধের সময় তাদের পরিবারের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়। নিজেদের বাড়ির মধ্যেই যুদ্ধটা যেন চলতে থাকে। যুদ্ধের পর তারা দেখতে পায় মুক্তির সংগ্রামে তাদের জীবনের সবই হারিয়ে গিয়েছে।...