দক্ষিণ-পূর্ব এশিয়ায় অ্যান্টিবায়োটিক প্রতিরোধের (Antibiotic Resistance) ক্ষেত্রে বাংলাদেশ এখন শীর্ষ বিপদের মুখে। এ কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) তাদের Global Antibiotic Resistance Surveillance Report 2025-এ। রিপোর্টে দেখা গেছে, দেশের অনেক সাধারণ ওষুধ এখন কার্যকারিতা হারাচ্ছে। সাধারণ অ্যান্টিবায়োটিকগুলোর কার্যকারিতা ৭৯% থেকে ৯৭% পর্যন্ত কমে গেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে প্রতিরোধের হার সর্বোচ্চ, যা ভারত, নেপাল ও শ্রীলঙ্কার চেয়ে বেশি। উদ্বেগজনক তথ্য অনুযায়ী, Acinetobacter spp. নামে একটি ব্যাকটেরিয়া যা রক্তসংক্রান্ত সংক্রমণ (bloodstream infections) সৃষ্টি করে, সেটি ইমিপেনেম (imipenem) নামক শেষরূপের অ্যান্টিবায়োটিকের প্রতি ৯৭% প্রতিরোধ প্রদর্শন করছে। এটি বিশেষভাবে গুরুতর ক্ষেত্রে ব্যবহৃত হয়। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই ক্রমবর্ধমান অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ (AMR) হাসপাতালের আইসোলেশন...