বাংলার প্রাচ্য-চিত্রকলার ঐতিহ্য, আধ্যাত্মিকতা ও নন্দনতত্ত্বের মেলবন্ধনে ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শুরু হয়েছে অধ্যাপক মলয় বালার একক চিত্রপ্রদর্শনী। শনিবার শুরু হওয়া এ প্রদর্শনীর শিরোনাম 'পবিত্র সৌন্দর্যের সন্ধানে: মলয় বালার ভক্তিমূলক শিল্প'। ১১ দিনের এ প্রদর্শনীতে মোট ৮০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে, যা শকুন্তলা, ধর্ম, নারী ও প্রকৃতি–এই চারটি পর্ব বা বিষয়ে বিন্যস্ত। 'শকুন্তলা' পর্বে রয়েছে পৌরাণিক চরিত্র ও শকুন্তলার জীবনোপাখ্যান। এই ধারার চিত্রে বট গাছের শিকড়মধ্যস্থ অবয়ব-প্রধান কাজ তার স্বকীয় পরিচয় বহন করে। 'ধর্ম' পর্বে রয়েছে ধর্মগুরু বুদ্ধ, শ্রীকৃষ্ণ, দেবী দুর্গা ও অন্যান্য। 'নারী' পর্বের কাজ দৃশ্যত ফিগারেটিভ। ‘প্রকৃতি’ পর্বের কাজে ওঠে এসেছে পশু-পাখি ও ল্যান্ডস্কেপ। এই প্রদর্শনী মূলত প্রাচ্যধারার কাজ দিয়েই সাজানো হয়েছে। যেখানে জলরং ধৌত-পদ্ধতির কাজই বেশি। গোয়াশ, টেম্পারা, অ্যাক্রেলিক মাধ্যমের কাজও রয়েছে। শিল্পীর অ্যাক্রেলিক মাধ্যমের কাজগুলো দেখতে...