ফেসবুকে হঠাৎ আসা নতুন এক আপডেটের কারণে গণহারে কনটেন্ট ক্রিয়েটরদের মনিটাইজেশন বন্ধ হয়ে যাচ্ছে। গত তিনদিনে অনেক জনপ্রিয় ক্রিয়েটরের পেজের মনিটাইজেশন বাতিল হয়ে গেছে, কেউ কেউ ফেস আনপাবলিশড বা সাসপেন্ডের শিকার হয়েছেন। মন্তব্য অনুযায়ী, “যেভাবে আগে গণহারে মানুষ মনিটাইজেশন পেয়েছিল, এখন ঠিক সেভাবেই গণহারে মনিটাইজেশন চলে যাচ্ছে।” জানানো হয়েছে, অনেক নির্মাতা লজ্জার কারণে বিষয়টি প্রকাশ করছেন না, তবে ক্ষতির পরিমাণ ব্যাপক। বিশ্লেষকদের মতে, ফেসবুকের এই আপডেট মূলত গাইডলাইন লঙ্ঘনের কারণে সক্রিয় হয়েছে। অনেক নির্মাতা অনিচ্ছাকৃতভাবে টাইটেলে বা ভিডিওর ভেতরে এমন শব্দ ব্যবহার করছেন যা ‘সেন্সিটিভ’ বা ‘আপত্তিকর’ হিসেবে বিবেচিত হচ্ছে। যেমন— “খুন”, “ধর্ষণ”, “মিরজাফর”, “শালা”, “শালি” ইত্যাদি শব্দ ব্যবহার করলেই ভিডিও অ্যালগরিদমে ফ্ল্যাগ হচ্ছে। অন্যদিকে ডুয়েট বা রি-ইউজড কনটেন্ট নির্মাতারাও বিপাকে পড়েছেন। “যারা অন্যের ভিডিও নিয়ে কাজ করেন, তাদের সবচেয়ে...